Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বিএনপিকে জাতীয় সম্মেলনে দাওয়াত দিলো আ.লীগ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৩, ২০২২, ০২:৪৯ পিএম


বিএনপিকে জাতীয় সম্মেলনে দাওয়াত দিলো আ.লীগ

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের জাতীয় সম্মেলনের দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে আমন্ত্রণপত্র নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তরের সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।

স্থায়ী কমিটির তিন সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের নামে দাওয়াত কার্ড পৌঁছে দেয়া হয়।

এসময় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, এবার দলের জাতীয় সম্মেলন সাদামাটা হচ্ছে। সম্মেলন নিয়ে ব্যস্ততা থাকায় দাওয়াত দিতে দেরি হয়েছে।

এদিকে দাওয়াত কার্ডের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের জেলে রেখে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন কিনা, সে সিদ্ধান্ত নেবেন বিএনপির সিনিয়র নেতারা।

বিএনপি নেতারা কারাগারের বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে।

এরপর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

এসময় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও সহ-তথ্যবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল সহ কয়েকজন বিএনপি নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। এই বিষয় সামনে রেখেই সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’।

এইচ/এ

Link copied!