Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

প্রকাশিত হলো আ.লীগের ‘থিম সং’ (ভিডিও সহ)

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৪, ২০২২, ১২:৪৯ পিএম


প্রকাশিত হলো আ.লীগের ‘থিম সং’ (ভিডিও সহ)

প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ‘থিম সং’। দলটির ৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ২২তম সম্মেলনে যুক্ত হয়েছে,  যার শিরোনাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমেই সম্মেলন উপলক্ষে এ থিম সংটি তৈরি করা হয়েছে।

গানটি রচনা করেছেন জুলফিকার রাসেল। সুর-সংগীত সাজিয়েছেন পাভেল আরিন। ২৩ ডিসেম্বর রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থিম সংটি উন্মুক্ত করা হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, চন্দনা মজুমদার, দিলশাদ নাহার কণা ও মাশা ইসলাম। এতে বীণা বাজিয়েছেন গ্র্যামিজয়ী ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত ‘বিশ্ব মোহন ভাট’।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিকল্পনা ও ইয়াসির মাহমুদ খানের সমন্বয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ।

গানটির পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দলের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে অসংখ্য জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এবারই প্রথম দলের দপ্তর বিভাগ থেকে থিম সং করা হয়েছে। এটি আমরা মানসম্পন্নভাবেই করার চেষ্টা করেছি। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

এআই 

Link copied!