Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩০, ২০২২, ০২:৫৪ পিএম


নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

দলের গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের রাস্তায় জুমার নামাজ আদায় করেন তারা।

শুক্রবার দুপুর ১টায় জুমা নামাজের আগে থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। দফায় দফায় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে থাকেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নয়াপল্টনের সড়কে যানচলাচল বিঘ্ন হয়। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ অনেকটা কম।

বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ ১০ দফা দাবিতে  বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর গণমিছিল আজ। জুমার নামাজের পরে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।

এবি

Link copied!