Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩০, ২০২২, ০৩:৩২ পিএম


রাজধানীতে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর মৌচাকে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জুমার নামাজের পর জামায়াত গণমিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ শুরু হয়।

মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।

এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এবিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, জামায়াতকে গণমিছিলে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি। রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে।  

এবি

Link copied!