Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩১, ২০২২, ১২:১৬ এএম


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) তার জুনিয়র অ্যাডভোকেট এম মাসুদ রানা সাংবাদিকদের বলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।


এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান বাংলাদেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

 

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার বিকালে খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
 

Link copied!