Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল: আইনমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১, ২০২৩, ০২:৫৫ পিএম


২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে আমরা আশা করবো সব দল তাতে অংশগ্রহণ করবে।

রোববার (১ জানুয়ারি) এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ভোটাধিকার প্রয়োগে যদি কেউ বাধা দেয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয় হবে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পালন করা হবে।

আইনমন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের শেকর মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। সংবিধানে যে ভাবে নির্বাচনের কথা বলা আছে সে ভাবেই নির্বাচন হবে।

তিনি বলেন, নতুন বছরে শেখ হাসিনার চ্যালেঞ্জ অসামাপ্ত কাজ শেষ করা। নির্বাচন গণতান্ত্রিক দেশে একটি স্বাভাবিক বিষয় নিয়ম অনুযায়ী নির্বাচন হবে।

এবি

Link copied!