জানুয়ারি ১, ২০২৩, ০৮:৪০ পিএম
ছয় আসনে উপনির্বাচনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। আর দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। বাকি একটি আসন উন্মুক্ত থাকবে।
রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যে তিনটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে- রাগেবুল আহসান রিপু (বগুড়া ৬), জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জ ২), আব্দুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ ৩)
ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসনে ১৪ জাসদ প্রার্থী দেবে। আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত রাখা হয়েছে।
এর আগে, রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পর গণভবনে মনোনয়ন বোর্ড সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনা।
এতে সংসদীয় বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
টিএইচ