Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আজিমপুরে চিরনিদ্রায় খন্দকার মাহবুব

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ০৪:৫২ পিএম


আজিমপুরে চিরনিদ্রায় খন্দকার মাহবুব

চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সোমবার (২ জানুয়ারি) বেলা পৌনে ৩ টায় আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে বাদ জোহর খিলগাঁও চৌধুরী পাড়া মাটির মসজিদ বাদ যোহর সর্বশেষ নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাযা এবং হাইকোর্ট প্রাঙ্গনে চতুর্থ জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর আরও দুটি স্থানে তার জানাযা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, শনিবার ৩১ ডিসেম্বর রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ওই বছরের ২০ অক্টোবর হাইকোর্টের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন খন্দকার মাহবুব হোসেন। তিনি চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে লড়তেন মাহবুব হোসেন।

টিএইচ

Link copied!