Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৪, ২০২৩, ০৯:৩২ পিএম


টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান বাবুল মারা গেছেন। তিনি বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় সিদ্ধেশ্বরী তার নিজ বাসায় ইন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তারের বড় ভাই।

মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।  

মাহমুদ হাসান বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

টিএইচ

Link copied!