Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

সব ধর্মের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল: মোশাররফ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৫, ২০২৩, ০৮:৪২ পিএম


সব ধর্মের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সব ধর্মের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল। আমরা রাষ্ট্র কাঠামো মেরামতে যে ২৭টি রূপরেখা দিয়েছি সে অনুযায়ী ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই নীতিতে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। প্রত্যেকে নিজ ধর্ম পালনে স্বাধীনতা পাবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোশাররফ বলেন, আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ- এটা হচ্ছে এদেশের মালিক জনগণ। এই জনগণ আমি আপনি সকলে। বাংলাদেশটা এদেশের জনগণের, এই জনগণের দেশকে আওয়ামী লীগের একটি গোষ্ঠী নিজেদের করে নিয়েছে এবং তারা লুটপাট করছে। অতএব এই দেশটিকে উদ্ধার করে জনগণকে ফেরত দিতে হবে। সেজন্যই আমাদের ২৭ দফা রূপরেখা।

তিনি বলেন, বর্তমান সরকার ধনী-গরিবের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে। তারাই ব্যাংক ডাকাতি করেছে। এ জন্য তারা কখনোই এসব মেরামত করতে পারবে না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তারা সরকারে আছেন গায়ের জোরে। তারা বিভিন্ন জায়গায় অনাচার সৃষ্টি করেছে। ধর্মীয় উপাসনালয়, মন্দির ও গির্জাসহ বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা শুকোমল বড়ুয়া, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, খায়রুল কবির খান প্রমুখ।

টিএইচ

Link copied!