Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গণ অবস্থানের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১০, ২০২৩, ০৩:৪৮ পিএম


গণ অবস্থানের নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পূর্বঘোষিত বুধবার (১১জানুয়ারি) ঢাকা সহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে মঙ্গলবার (১০ জানুয়ারি) সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয় না, কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এবি

Link copied!