Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১১, ২০২৩, ১০:০১ এএম


নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থানে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বেলা ১১টা থেকে এই গণ অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

১০ সাংগঠনিক বিভাগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

রাজধানীর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।  

৬ সাংগঠনিক বিভাগে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রাজধানীর পূর্ব-পান্থপথস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিভাগের গণঅবস্থানে নেতৃত্ব দেবেন এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ।  এই তথ্য জানিয়েছে এলডিপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক।

জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা গণঅবস্থান করবে গণতন্ত্র মঞ্চ।

একই সময়ে ১১টি দলের সমন্বয়ে গঠিত নতুন এই জোটের নাম ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ পুরানা পল্টন প্রিতম টাওয়ারের সম্মুখে গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

অন্য ১২ দলীয় জোটের উদ্যোগে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করবে জোটের নেতারা।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক থাকবে গণফোরাম (একাংশ)। মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকের রাস্তায় গণ অবস্থান কর্মসূচি পালন করবে।

জাতীয় প্রেসক্লাবের অপজিটে ঘন অবস্থান কর্মসূচি পালন করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

রাজধানীর বিজয়নগর কোন অবস্থান কর্মসূচি পালন করবে সমমনা গণতান্ত্রিক জোট।

এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫টি সংগঠনের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘সমমনা গণতান্ত্রিক জোট’। রোববার (৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশে আসে এই জোট।

গণ অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা কে কোন বিভাগে থাকবেন:

রাজধানী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে থাকবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

সিলেটে থাকবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে থাকবে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে থাকবে আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে থাকবে সেলিমা রহমান, রংপুরে থাকবে ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়াও কুমিল্লায় থাকবে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় থাকবে শামসুজ্জামান দুদু, ফরিদপুরে থাকবে এডভোকেট আহমেদ আজম খান।

এ ক্ষেত্রে  কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কর্মসূচি পালনে সমন্বয় করবেন সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট বিভাগের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতারা, সাবেক এমপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, জেলা/মহানগর বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব/প্রথম যুগ্ম আহ্বায়ক।

এবি

Link copied!