Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাহবাগে সতর্ক অবস্থানে ছাত্রলীগ

ঢাবি প্রতিবেদক

ঢাবি প্রতিবেদক

জানুয়ারি ১১, ২০২৩, ০৩:২৭ পিএম


শাহবাগে সতর্ক অবস্থানে ছাত্রলীগ

বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচির বিপক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সর্তক অবস্থান নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (১১ জানুয়ারি ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপ (ডাস) থেকে নৈরাজ্যবাদী, অগ্নিসন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে প্রত্যাখ্যান করে ‘ছাত্রজনতার গণমিছিল’ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

মিছিল পরবর্তীতে গণমিছিলটি শাহবাগে বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান কর্মসূচীতে যোগ দেয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের -‍‍`ছাত্রদলের গুন্ডারা- হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের অ্যাকশন- ডাইরেক্ট অ্যাকশন’,  ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও’, ‍‍`জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়‍‍`, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

অবস্থান কর্মসূচি নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘বর্তমানে ছাত্রলীগের কারণেই ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ রয়েছে। বিএনপি জামাত সন্ত্রাসের সমার্থক। তাদের যেকোনো সন্ত্রাসী কার্যক্রম রুখতে ছাত্রলীগ বদ্ধপরিকর।  আজকে যদি গণঅবস্থানের নামে কোনো সন্ত্রাসী সংগঠন গণ-হয়রানি করে, মানুষের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত করে, তাহলে তরুণ প্রজন্ম, ছাত্র ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে দমন করবে ছাত্রলীগ।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আওয়ামী  সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল গত ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেছে। তারা আজ ঢাকাসহ বিভাগীয় শহরে একযোগে গণ-অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে। তারই প্রতিবাদী কর্মসূচি হিসেবে ছাত্রলীগ আজকের কর্মসূচি পালন করছে।

এআরএস

Link copied!