Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ব আর এই সরকারকে চায় না: মোশাররফ হোসেন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১১, ২০২৩, ০৩:৪২ পিএম


বিশ্ব আর এই সরকারকে চায় না: মোশাররফ হোসেন

সরকারকে বিদায় করা বিএনপির চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির আন্দোলনকে বিশ্বাস করে।আমাদের কর্মসূচিতে বিশৃঙ্খলা করবেন না। যদি করেন তার ফলাফল ভালো হবে না। আমি স্পস্ট করে বলতে চাই  বিশ্বের কোনো দেশ এই সরকারকে আর দেখতে চায় না।দেশের জনগণ ও আর এই সরকারকে দেখতে চায় না।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচি থেকে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, দাবি আদায়ে আমরা দশ দফা দিয়েছি। কারণ এই সরকার প্রশাসন, বিচার ব্যবস্থাসহ সবকিছু নষ্ট করে দিয়েছেন। তাই দশ দফায় সরকারকে হটিয়ে ২৭ দফার মাধ্যমে সংস্কার করা হবে।

বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, আমরা যুদ্ধে যাবো না। গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করা হবে। গণঅভ্যুত্থান করে সরকারের বিদায় নিশ্চিত করা হবে।
গণ-অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঞ্চলনায় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
টিএইচ

Link copied!