জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:০৬ পিএম
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের খুব একটা আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু`র সফরকালে গণতন্ত্র-মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে জানালেও, এসব ব্যাপারে বাংলাদেশকে শেখানোর কিছু নাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
দু`দিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার সফরের বিষয় নিয়ে রয়েছে নানা ধরনের আলোচনা। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, ডোনাল্ড লুর সাথে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলা একাডেমি মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ড. আব্দুল মোমেন ।
বাংলাদেশ মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেবে কিনা এ নিয়েও রয়েছে নানামুখী আলোচনা। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এই জোটে যোগ দিতে বাংলাদেশের তেমন আপত্তি নেই।
এবি