Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চতুর্থ ধাপে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৬, ২০২৩, ০৫:১০ পিএম


চতুর্থ ধাপে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

যুগপৎ আন্দোলনে চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি দেশের সকল মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে অবৈধ সরকারের সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশের মহানগর ও জেলা সদরে সমাবেশ করা হবে।

মোশাররফ হোসেন বলেন, বিএনপির কারাবন্দি হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করতে হবে। এই সরকারকে বিদায় করে আমারা তাদের মুক্ত করব।

শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে বলেও জানান তিনি।

টিএইচ

Link copied!