Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৭, ২০২৩, ০৬:৩৩ পিএম


সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের কুমিল্লা  এবং মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। দুই দল এবারের আসরে এখন পর্যন্ত আছে ভিন্ন দুই মেরুতে।

সিলেট স্ট্রাইকার্স যেখানে টানা ৫ জয়ে তালিকার শীর্ষে আছে, সেখানে কুমিল্লা চার ম্যাচ খেলে শেষ ম্যাচে এসে এক জয় পেয়েছে। দুই দলের মুখোমুখি প্রথম সাক্ষাতে ঢাকা পর্বে কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এবার চট্টগ্রাম পর্বের ম্যাচে টসে জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। এই ম্যাচে অবশ্য দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। কুমিল্লা শেষ ম্যাচ থেকে নাঈম হাসানকে বিশ্রাম দিয়ে পেসার আবু হায়দার রনিকে এনেছে। অন্যদিকে সিলেট প্রথমবারের মতো সুযোগ দিয়েছে মোহাম্মদ শরিফউল্লাহকে।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রুবেল হোসেন, মোহাম্মদ শরিফউল্লাহ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, তানভীর ইসলাম, হাসান আলী, জনসন চার্লস।

এবি

Link copied!