Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২১, ২০২৩, ০৩:০৬ পিএম


তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলা হচ্ছে- সেটা আদালত দ্বারা অবৈধ ঘোষিত হয়েছে। এই রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীও করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সম্ভাবনা আমি দেখি না।

শনিবার (২১ জানুয়ারি) ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতি প্রাপ্ত জেলা ও দায়রা জজদের নিয়ে আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের স্থায়ীত্বকালেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে যেসব সহযোগিতা লাগে এবং যেসব সরকারি বিভাগগুলো তাদের আওতায় থাকে সেইগুলো নির্বাচন কমিশনের নির্দেশনায় চলবে। আর সরকার ডে টু ডে রুটিনে কাজ করবে। সেই আদলেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আইনজীবীদের বাগবিতণ্ডার ঘটনার উদ্ভুত পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘আপনারা (গণমাধ্যম) বলছেন বার বার ঘটছে। আমি বলবো, এখন যেমন বিষয়টি মিডিয়ার নজরে আসছে, আগে কিন্তু এমনটি ছিল না। 

এ রকম ঘটনা বারে (আইনজীবী সমিতি) ঘটেই থাকে। মাঝে মাঝে এমন হয়, বারের যারা সিনিয়র আছেন তারাই এটা শেষ করে দেন। কখনও কখনও এটা বিজ্ঞ জেলা জজ সাহেব শেষ করে দেন। তবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি ঘটনা তার অধিক্ষেত্রের অতিরিক্ত ঘটে গেছে। এই সমস্যা সমাধান করার জন্য আমরা সচেষ্ট।’

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি, বার এবং বেঞ্চ অধিকন্তু একটি সংসারের মতো। এখানে এরকম ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এ রকম ঘটনা না ঘটুক এমনটিই আমাদের চাওয়া। আমি মনে করি, এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তারাই এ ঘটনার সমাধান করবেন।’

এর আগে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতিপ্রাপ্ত জেলা ও দায়রা জজদের নিয়ে আয়োজিত ১০ম ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- আইন সচিব মো. গোলাম সারওয়ার।

টিএইচ

Link copied!