Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কারাগার থেকে বের হয়ে যা বললেন মিলন ও খোকন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২৫, ২০২৩, ০৪:১১ পিএম


কারাগার থেকে বের হয়ে যা বললেন মিলন ও খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক। তিনি বলেন, ‘তাদের জামিননামা মঙ্গলবার (২৪ জানুয়ারি) কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজ তারা মুক্তি পান।’

কারামুক্তির পর দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

কারামুক্ত হয়ে ফজলুল হক মিলন বলেন, আমরা ছোট কারাগার থেকে বের হয়ে আজ বড় কারাগারে রয়েছি। তাই বলছি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে হবে। আমাদের হাজার হাজার নেতাকর্মী বন্দী। তারা খেতে পারছে না ঘুমাতে পারছে না। তাদের স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দিতে হবে।

এখন পথ একটায় শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত। যেকোনো ত্যাগের বিনিময়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। 

তিনি আরো বলেন, কারাগারে রুহুল কবির রিজভী অনেক অসুস্থ।

খায়রুল কবির খোকন, আমরা ছোট কারাগার থেকে বের হয়ে শেখ হাসিনার বড় কারাগারে এসেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। এটাই হবে সমাধান। আন্দোলন কত প্রকার ও কি কি এবার বিএনপি ও এ দেশের জনগণ বুঝিয়ে দিবে।

টিএইচ

Link copied!