Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে এমপি রুহুল 

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৬:৫৬ পিএম


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে এমপি রুহুল 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন এড. মো. নুরুল আমিন রুহুল এমপি।

বর্তমান সভাপতি আবু আহম্মেদ মন্নাফী রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রে গমন করায় বর্তমান কমিটির ১নং সহ-সভাপতি এড. নুরুল আমিন রুহুল এমপিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। 

রোববার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য স্বৈরাচর বিরোধী আন্দোলনের সক্রিয় সাবেক ছাত্রনেতা নুরুল আমিন রুহুল চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) থেকে গত নির্বাচনে এমপি নির্বাচিত হন। এড. রুহুল ব্যক্তিগতভাবে একজন ক্লিন ইমেজ সম্পন্ন রাজনীতিবিদ।

টিএইচ
 

Link copied!