Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মির্জা আব্বাসের দুর্নীতির মামলা চলবে

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৪:৪৮ পিএম


মির্জা আব্বাসের দুর্নীতির মামলা চলবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলা চলবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সকালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলে আপিল বিভাগের রায় পুর্নবিবেচনার আবেদন খারিজ হয়েছে।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে ছিলেন- আইনজীবী আবদুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে সোমবার শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘গত ২৫ অক্টোবর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। পরে মির্জা আব্বাস রিভিউ চেয়ে আবেদন করেন।’

জ্ঞাত আয় বহির্ভূত ৫,৯৭,১৩,২৩৪ টাকার (পাঁচ কোটি সাতানব্বই লাখ তের হাজার দুইশত চৌত্রিশ) সম্পদ অর্জন ও ৩৩,৪৮,৫৮১ টাকার (তেত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচ শত একাশি) তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট  রমনা থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১১ নভেম্বর হাইকোর্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে বলে জানান খুরশীদ আলম খান।

কেএস 

Link copied!