Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অপপ্রচারের মাধ্যমে অনেকে বড় বড় কথা বলছেন: যুবলীগ চেয়ারম্যান

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৯:১৯ পিএম


অপপ্রচারের মাধ্যমে অনেকে বড় বড় কথা বলছেন: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, অপপ্রচারের মাধ্যমে অনেকে অনেক বড় বড় কথা বলছেন। অপপ্রচারের মাধ্যমে জনবান্ধব শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে বিভিন্ন দেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম অপচেষ্টা চলছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। এদিন বিকালে ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের প্রতিবাদ সভায়ও বক্তব্য রাখেন তিনি। ১০ ও ১১ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের পছন্দ হচ্ছে না। এভাবে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিদেশিদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের প্রতিটা নেতাকর্মীকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। তাহলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শের আদর্শিক ভিত্তি লাভ করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশে থাকতে চাইলে স্বাধীনতা যুদ্ধে শহীদদের পক্ষে থাকতে হবে। স্বাধীনতাবিরোধীদের এই দেশে রাজনীতি করার অধিকার নাই। তাদের নিয়ে যারা রাজনীতি করে, তাদের সুবিধা যারা নেয়, এ দেশে তাদের রাজনীতিও বন্ধ করে দিতে হবে। গণরায়ের মাধ্যমে এই বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধীদের সাজার আওতায় আনতে হবে। এরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেই অপরাধের কারণে তাদের বিচার করতে হবে।’

এবি

Link copied!