Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

সাবেক এমপি রানুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৬:২১ পিএম


সাবেক এমপি রানুর মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিএনপির নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুর মাতা নুরজাহান বেগম বার্ধক্যজনিত কারণে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

নুরজাহান বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘নুরজাহান বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা নুরজাহান বেগম পরহেজগার মহিলা হিসেবে এলাকাবাসীর নিকট সুপরিচিত ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং  পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

এআরএস

Link copied!