Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না: আইনমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০২:৩৯ পিএম


খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারবেন না। তবে তিনি (খালেদা জিয়া) রাজনীতি করবেন কিনা সেটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। সেখানে (রাজনৈতিক প্রক্রিয়া) সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জেঠি) ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য আয়োজিত ‘১২শ ওরিয়েন্টেশন কোর্স’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুই বছরের দণ্ডিত যে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না, সেটি সংবিধানে বলা আছে। এটি নতুন করে বলতে হবে না।

এবি

Link copied!