Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সংরক্ষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৯:৩৭ পিএম


সংরক্ষিত আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

একাদশ জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত শূন্য আসনে আগামী ২০ মার্চ উপনির্বাচনের ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এ তফসিল ঘোষণা করেছে ইসি।বিএনপির রুমিন ফারহানার পদত্যাগের পর শূন্য হওয়া সংরক্ষিত মহিলা আসন-৫০ এ এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। আর ভোট ২০ মার্চ।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, দল ও জোটগতভাবে প্রার্থী দেওয়া যাবে এ উপনির্বাচনে। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর একাধিক প্রার্থী থাকলে ২০ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে।

এবি

Link copied!