ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:৪৮ এএম
ঢাকার দোহার উপজেলায় নিজগ্রামে পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা।
এর আগে বাদ মাগরিব ঢাকার দোহার উপজেলায় ফুলতলা এলাকায় পদ্মা সরকারি ডিগ্রি কলেজ মাঠে তার চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নাজমুল হুদার এপিএস আক্কাস আলী খান জানান, সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাজা ও দুপুরে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনে দ্বিতীয় জানাজা শেষে নাজমুল হুদার লাশ তার জন্মস্থান দোহারের শাইনপুকুরের মিয়া বাড়িতে নিয়ে আসা হয়।
বাদ আসর উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর পর চতুর্থ জানাজার জন্য তার লাশ নিয়ে যাওয়া হয় ফুলতলা পদ্মা সরকারি কলেজ মাঠে। সেখানে জানাজা শেষে তাকে নিজ গ্রাম শাইনপুকুর মিয়াবাড়িতে ছোট পরিসরে জানাজা শেষে মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তাকে।
৮০ বছর বয়সে থেমে যায় আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদার জীবন প্রদীপ।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভোগছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আনুমানিক ১০ টায় তার মৃত্যু হয়।
এবি