Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

জনগণ ভোট না দিলে স্যালুট দিয়ে চলে যাব: কৃষিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:০৯ পিএম


জনগণ ভোট না দিলে স্যালুট দিয়ে চলে যাব: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে জনগণ ভোট না দিলে আমরা স্যালুট দিয়ে চলে যাব। সংবিধানের বাইরে কারও কিছু করার সুযোগ নেই। আগামী নির্বাচন সময়ের মধ্যেই হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ২০১৪ সালে টানা ৯ মাস বিএনপি হরতাল করেছিল। তারা গাড়ি ও মানুষ পুড়িয়েছে। আমরা তো তখন পালাইনি। পালানোর কোনো সুযোগ নেই।

খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে আবদুর রাজ্জাক বলেন, তার (খালেদা জিয়া) রাজনীতি করতে কোনো বাধা নেই। তিনি জেলে থেকেও রাজনীতি করতে পারবেন। তবে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না, তা নির্ধারণ করবে ইসি।

এ সময় বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির কারখানা স্থাপন করতে জাপান রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।

আবদুর রাজ্জাক বলেন, আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে যেতে পারেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে দুই দেশ কাজ করছে।

এবি

Link copied!