ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৫:২০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে। আগামী সংসদ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধের পর কয়েক বছর আমরা অন্ধকারে ছিলাম। শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেন। লড়াই সংগ্রাম করে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। তিনি নেতৃত্বে থাকলে দেশ কখনই আলোর পথ থেকে বিচ্যুত হবে না।
ছাত্ররাজনীতির স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম দলিল বঙ্গবন্ধুর ৬ দফা। ছাত্রজীবনে দফাগুলো মুখস্থ করে গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে গুরুত্ব বুঝিয়েছি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবি