Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০১:৪২ পিএম


খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারীর মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ১১টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লালি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কিডনি সমস্যাসহ শারীরিক আরও কিছু সমস্যায় ভুগছিলেন মাহবুব আল আমিন ডিউ। বগুড়া জেলার গাবতলী উপজেলার নিজ গ্রামে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে।

ডিউর মৃত্যুর খবর পেয়ে রাতেই বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা হাসপাতালে ছুটে যান।

মাহবুব আল আমিন ডিউর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডিউ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের পারিবারিক আত্মীয়।

আরএস

Link copied!