Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বিএনপি দেউলিয়া হয়ে গেছে: বাহাউদ্দিন নাছিম

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৩, ২০২৩, ০৯:০৮ পিএম


বিএনপি দেউলিয়া হয়ে গেছে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক কৃ‌ষি‌বিদ আফম বাহাউদ্দিন না‌ছিম বলেছেন, বিএন‌পি দেউলিয়া হ‌য়ে গে‌ছে।

শুক্রবার শে‌রেবাংলা কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যালয় অ‌্যালামনাই এসো‌সি‌য়েশ‌নের নব‌ নির্বা‌চিত ক‌মি‌টি‌কে নি‌য়ে রাজধানীর ৩২ নম্ব‌রে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি‌তে শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে এমন মন্তব্য করেন তি‌নি।

তিনি বলেন, বিএন‌পির উচিত নি‌জের চেহারা আয়নায় দেখা। তারাই‌ বারবার নির্বাচন নি‌য়ে খে‌লে‌ছে, ৯৬ সা‌লের  ফেব্রুয়া‌রির নির্বাচন যার জলন্ত উদাহরন।  জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত হ‌তে পারবে না ব‌লেই তারা নির্বাচ‌নে আস‌তে চায় না বলেও মন্তব্য করেন বাহাউদ্দিন নাছিম।

এবি

Link copied!