Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

তামাশার নির্বাচন হতে দেবো না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৪, ২০২৩, ০৬:১১ পিএম


তামাশার নির্বাচন হতে দেবো না: মির্জা ফখরুল

দশম ও একাদশ সংসদের মতো ‘তামাশা’র নির্বাচন এবার জনগণ হতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকালে উত্তরা পূর্ব থানার আওউয়াল এভিনিউ সড়কে পদযাত্রাপূর্ব্ সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনে করেছে যে, তারা এভাবে গত দুইটা নির্বাচন করেছে এবারো ওইভাবে নির্বাচন করে নিয়ে যাবে। আর আবারো সেইভাবে জনগনকে শোষণ করবে, জনগণের সম্পদ লুট করে নিয়ে যাবে। এভারে মানুষ এটা হতে দেবে না। মানুষ রাস্তায় নেমেছে। আন্দোলনের পর আন্দোলন হচ্ছে, রাজপথে আন্দোলন হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো। এবার আমরা আর কোনো নির্বাচন, সেই তামাশার নির্বাচন, আওয়ামী লীগের নির্বাচন হতে দেবো না, এদেশের মানুষ হতে দেবে না।’

নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রেখে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমাদের এই আন্দোলন জনগণের অধিকার ফিরে পাবার আন্দোলন, আমাদের এই আন্দোলন সমগ্র মানুষের যে কথা বলার অধিকার, সেই অধিকার ফিরে পাবার আন্দোলন।’

‘১৫ বছর ধরে আমরা এই আন্দোলনে আছি, পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকব। আমরা শান্তির সঙ্গে আন্দোলন করছি, শান্তির সঙ্গে এই আন্দোলনে থাকব। আমাদের বাধা দিলে সেই বাধা অবশ্যই আমরা অতিক্রম করে যাবো। জনগণ আমাদের সঙ্গে আছে। এই জনগণ বাধা প্রতিরোধ করবেই করবে।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবিসহ নিত্যপণ্যের মূল্য, বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী ১১ মার্চ ঢাকাসহ মহানগর ও জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

উত্তরা থানা বিএনপির উদ্যোগে উত্তরা পাবলিক কলেজের সামনের সড়কে দুপুরে পদযাত্রায় অংশগ্রহনকারী নেতা-কর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

কোন সংবিধানে নির্বাচন?

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তোমার নিজের মতো করে কাটা ছিড়া করে তোমাদের মতো করে ছাপিয়ে নিয়েছো। সেখানে জনগণের কোনো অধিকার নাই সেই সংবিধান?’

‘যেখানে মানুষ ভোট দিতে পারে না, ভোট দিতে যায় না। আপনাদের মনে আছে ২০১৪ সালে নির্বাচন হয়েছিলো; সেই নির্বাচন মানুষ ভোটের দিতে পারে নাই, মানুষ ভোট দিতে যায়নি। ভোট কেন্দ্রগুলোতে কুকুর-বিড়াল দেখা গেছে। জাগপার প্রয়াত নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন, কুত্তা মার্কা নির্বাচন।’

তিনি বলেন, ‘আবার এই সরকার একটা পাতানো নির্বাচন, সাজানো নির্বাচনের আয়োজন করতে চলেছে। তারা বার বার করে বলছে, ভোট হবে এই সরকারের অধীনে। এই সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে ভোট কখনো নিরপেক্ষ হতে পারে? এই ভোট নিরপেক্ষ হতে পারে না।’

এই সরকারের অধীনে কি আবারো নির্বাচনে যাবো কিনা নেতা-কর্মীদের কাছে জানতে চাইলে তারা ‘না’ সূচক শ্লোগান দিতে থাকে।

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মানুষ এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সবার আগে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তবেই নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যমেই জনগনের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার গঠন করতে হবে।’

‘আপনারা সবাই কি একমত।’

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের’ দাম বৃদ্ধি পাচ্ছে বলে সরকারের নীতির কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আজকে এমন একটা অবস্থা তৈরি করেছে সরকার যে, তাদের জনগণের প্রতি জবাবদিহিতা নেই, দায়-দায়িত্ব নেই। পার্লামেন্ট একটা আছে … জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।’

‘তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছে, অর্থনীতি চালু রাখতে ব্যর্থ হয়েছে। কথায় কথায় বলে বৈর্শ্বিক অবস্থার কারণে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। কখনোই না। তাদের দুর্ণীতির কারণে সমস্ত সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশে।’ 

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল নিয়ে সরকারের ‘অদক্ষতার’ কঠোর সমালোচনা করেন ফখরুল।

সালাহউদ্দিন আহমেদের মুক্তি দাবি

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ অসংখ্য নেতা এখনো কারাগারে আছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তাকে গুম করে দেয়া হয়েছিলো, তাঁকে গুম করে দেয়ার পরে ভারতে ফেলে রেখে আসা হয়েছিলো। তাকে সেখানে মামলায় কারাবরণ করে। সেখানকার আদালত তাকে মুক্ত করে দিয়েছে।’

‘এখন পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। আমরা আজকে দাবি জানাচ্ছি, অবিলম্বে মুক্তি দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আমরা রিজভীসহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ৩৫ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানও বক্তব্য রাখেন।

পরে বিএনপি সচিব আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, কামরুজ্জামান রতন, রকিবুল ইসলাম বকুল, কৃষক দলের হাসান জাফির তুহিন, ছাত্র দলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মোস্তাফিজুর রহমান সেগুনসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পদযাত্রায় অংশ নেন।

রাজধানীতে ৬২টি অধিক থানায় পদযাত্রা করে বিএনপি। যাত্রাবাড়িতে খন্দকার মোশাররফ হোসেন, শাহবাগে মির্জা আব্বাস, বংশালে গয়েশ্বর চন্দ্র রায়, পল্লবীতে আবদুল মঈন খান, গুলশানে হাফিজ উদ্দিন আহমেদ, শাহজাহানপুরে আলতাফ হোসেন চৌধুরী, পল্টনে আবদুস সালাম, কাফরুলে আবুল খায়ের ভুঁইয়া, রুপনগরে হাবিবুর রহমান হাবিব, চকবাজারে ফরহাদ হালিম ডোনার, মোহাম্মদপুরে মামুন আহমেদ, ভাষাটেকে আবদুল হাই শিকদার, তুরাগে জহির উদ্দিন স্বপন, কদমতলীতে শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, রামপুরা খায়রুল কবির খোকন, শ্যামপুর আসাদুজ্জামান রিপন, ধানমন্ডিতে নাসির উদ্দিন অসীমসহ বিভিন্ন থানায় কেন্দ্রীয় নেতারা নিরব পদযাত্রার নেতৃত্ব দেন। এসব পদযাত্রা যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, তাঁতী দল, মতস্যজীবী দল, শ্রমিক দল, জাসাস, ছাত্র দলসহ সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা অংশ নেয়।

গত ১০ ডিসেম্বর কমলাপুরে গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকার পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপতভাবে আন্দোলনে নামার ঘোষণা দেয়।

গত ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে যুগপত আন্দোলনের কর্মসূচি শুরু করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো। গত আড়াই মাসে তারা সারাদেশে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও বিভাগীয় সমাবেশ করেছে যুগপতভাবেই। এরপর গত ১২ ফেব্রুয়ারি থেকে তারা ইউনিয়ন পর্যায় থেকে পদযাত্রার কর্মসূচি শুরু করে, বিভাগ ও জেলা পর্য়ায়ের পদযাত্রা শেষে শনিবার তারা থানা থানায় পদযাত্রা শেষ করল।

এছাড়া সকালে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, ১২ দলীয় জোট রাজধানীতে সকালে বিজয়নগরে পানির ট্যাংক থেকে, জাতীয়তাবাদী সমমনা জোটের বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে থেকে এবং সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট পুরানা পল্টনে মোড়ে থেকে আলাদা আলাদাভাবে পদযাত্রা করে। বিকালে এলডিপি রাজধানীর পান্থপথ, বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে তিনটি আলাদা পদযাত্রা বের করে।

এআরএস

Link copied!