মার্চ ৯, ২০২৩, ০৩:২৬ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ‘মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করার পরিকল্পনা সফল করতে বিএনপির নামে মিথ্যা অভিযোগ করেছে। তারা বলেছে যে, আমাদের সময়ে বিদ্যুতের পিলার ছাড়া আর কিছু হয়নি।
আদানির সঙ্গে চুক্তি দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখানে রাজনৈতিক দুটি বিষয় রয়েছে। চুক্তি সই হয়েছে ২০১৭ সালে অর্থ্যাৎ ১৮ সালের নির্বাচনের আগে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা ভারত সরকারকে ঘুষ দেওয়া কি না।
তিনি বলেন, আমরা আদানির সঙ্গে এই দেশবিরোধী চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানাই।
এবি