Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

‘সুষ্ঠু নির্বাচনে আ. লীগ ১০ শতাংশ ভোটও পাবে না’

আব্দুল কাইয়ুম

মার্চ ১১, ২০২৩, ০৪:৩৬ পিএম


‘সুষ্ঠু নির্বাচনে আ. লীগ ১০ শতাংশ ভোটও পাবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবে না।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় জেলা বিএনপির মানববন্ধনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, নির্বাচনের মাধ্যমে সংসদ দখল করে আরেকটি সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। তবে দেশের মানুষ আর সেটা হতে দেবে না। দেশের মানুষ আজ জেগেছে। সরকার মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। তাই জনগণের সর্মথন হারিয়েছে তারা। একারণেই সুষ্ঠু নির্বাচনকে এতো ভয়।

সাবেক ছাত্রদল সভাপ‌তি গোলাম কিব‌রিয়া সাঈদের সঞ্চাল‌নায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি‍‍`র সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ ক‌বিরসহ আরও অনেকে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএপির সহ সভাপ‌তি আব্দুল বা‌তেন, অ্যাডভোকেট.আজাদ হোসেন খান, জেলা বিএনপি‍‍`র সাংগ‌নিক সম্পাদক নুরতাজ আলম বাহার, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, সেচ্ছা‌সেবকদল, ম‌হিলাদলসহ বিএন‌পির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

এআরএস

Link copied!