নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৩, ০৯:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৫, ২০২৩, ০৯:২৪ পিএম
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষ্যে আগামীকাল ১৬ মার্চ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ-এর উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
আরএস