Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২২, ২০২৩, ০৫:৩১ পিএম


রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির  সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকেলে এ বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে মুহুমুহু স্লোগান দেয়া হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের সহ সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া , সহ সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহ সভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, যুগ্ম সম্পাদক সুমন ও জাফরসহ আরও অনেকে।

রহিম/এআরএস

Link copied!