Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও শপথ পাঠ

শ্রমিক লীগের ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৩, ০৮:৪৫ পিএম


শ্রমিক লীগের ঢাকা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতারা।

শনিবার (১ এপ্রিল) কমিটির আহ্বায়ক কাজী সেলিম সরোয়ার ও সদস্য সচিব আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও শপত পাঠ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু, সহসভাপতি শাহাবুদ্দিন মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শহীদ ডাকুয়াসহ কেন্ত্রীয় নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বাচ্চু খন্দকারসহ সকল যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক কমিটির সকল সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সকল থানা, আঞ্চলিক, ওয়ার্ড, ইউনিট এবং বেসিক ইউনিয়নের সদস্য ও নেতাকর্মীরা।

আরএস
 

Link copied!