Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

‘নেতাকর্মী হত্যা করে যুবদলকে দমিয়ে রাখা যাবে না’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২৩, ০৮:১৯ পিএম


‘নেতাকর্মী হত্যা করে যুবদলকে দমিয়ে রাখা যাবে না’

জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, যুবদল নেতাকর্মীদের হত্যা করে আমাদের দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। আমাদের সামনে কোনো বিকল্প নাই।

বুধবার (০৫ এপ্রিল) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ বিভাগ আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে। এ সকল হত্যাকাণ্ডের বিচার একদিন হবেই ইনশাল্লাহ। অবিলম্বে মাহাবুব আলমের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ।

তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মী হত্যা, গুম, নির্যাতন-নিপীড়ণের কারণে গণমাধ্যমসহ গোটা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কথায় কথায় মারামারি খুনোখুনি। সবার মধ্যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে।

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল প্রমুখ।

এআরএস

Link copied!