Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মানুষের মাঝে ঈদের আনন্দ নেই : ইশরাক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২৩, ০৭:৫৭ পিএম


মানুষের মাঝে ঈদের আনন্দ নেই : ইশরাক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে গরীব আরো গরীব হয়। আর দলীয় নেতাকর্মীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। 

তিনি বলেন, একেতো দেশের গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে এই সরকার। তার ওপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশবাসী আজ দিশেহারা। সাধারণ মানুষ পেটভরে দুমুঠো ভাতই খেতে পারছে না। 

অর্থের অভাবে মানুষ আজ ভালো নেই। নেই কোনো ঈদের আনন্দ। বৃহস্পতিবার গোপীবাগে প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে গুম হওয়া পরিবারসহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়ায় দলীয় নেতাকর্মী এবং দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি এবং স্থানীয় নেতাদের মাধ্যমে ১২ হাজার শাড়ী কাপড় এবং ১২ হাজার লঙ্গী বিতরণ করেন। ইশরাক বলেন, সরকারের দেয়া সকল অত্যাচার অবিচার, জেল-জুলুম আমাদেরকে পাথরের ন্যায় কঠিন করে তুলেছে। 

এখন সময় জবাব দেয়ার। ঈদের পর আমরা কাফনের কাপড় পড়ে রাজপথে নামবো। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। সাবেক কাউন্সিলর এবং সুত্রাপুর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ শাহেদ মন্টুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুত্রাপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, মামুন হোসেন,নরাম সাহা সুমন মান্না, লুৎফল কবির,, মোহাম্মদ রনি, তারেক আহমেদ জন, মাসুদ, হাসান খান প্রদীপ, হাজী মোখলেস, যুবদল নেতা মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রুবেল, সৌরভ রাসেল, স্বপন সরকার, ছাত্রদল নেতা হিমেল, রুবেল, আরিফ, সাব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক নেতা নাদিম আহমেদ প্রমুখ।

এইচআর

Link copied!