Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২৩, ১১:৩৭ এএম


আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেল তিনটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নিজ বাসা ফিরোজায় ফিরবেন।

বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এরপর ম্যাডাম বাসায় ফিরবেন।

আব্দুস সাত্তার বলেন, গত শনিবার বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর হাসপাতালে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটাই সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা তাকে বাসায় রেখে চিকিৎসা করার পক্ষে মতামত দেন। বাসায় নেওয়ার পর সেখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা চলবে।

গত বছরের জুনে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালে যান।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী।
এইচআর

Link copied!