Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

চূড়ান্ত আন্দোলনে সিরিয়াস হতে বললেন খালেদা জিয়া

মো. মাসুম বিল্লাহ

মে ৯, ২০২৩, ১২:২৮ এএম


চূড়ান্ত আন্দোলনে সিরিয়াস হতে বললেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসময় বেগম জিয়া হাতে সময় কম উল্লেখ করে চূড়ান্ত আন্দোলনে সিরিয়াস হতে বলেছেন ।

সোমবার (৮ মে) রাত সোয়া আটটায় গুলশানে ফিরোজাতে প্রবেশ করেন মান্না। সাড়ে ৯ টার সময় বের হোন তিনি।

কি বিষয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে গণমাধ্যমের এমন প্রশ্নে মাহমুদুর রহমান মান্না  বলেন, অনেক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রথমে নেত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। জবাবে বেগম জিয়া বলেছেন-আমি অনেক অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার দিচ্ছে না। সরকার বলছে আপনার রাজনীতি করতে কোন বাধা নেই। আমরা আন্দোলনের নেতৃত্বে আপনাকে চাচ্ছি, এমন প্রশ্নের জবাবে মৃদ হেসে বেগম জিয়া বলেন, আপনারা যারা আন্দোলন আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।

মান্না বলেন, কেউ কেউ বলছে আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত এমন প্রশ্নের জবাবে বেগম জিয়া বলেন, প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কোনো এলাও করবো না।

ঈদের পরও বিএনপির এখনো কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই - এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করে বলেন, এটা ঠিক হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেয়া যাবে না, জানান মাহমুদুর রহমান মান্না।

ইতিপূর্বে বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করলেও এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষনেতা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করলেন।

এআরএস

Link copied!