Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে মেয়র প্রার্থী ফয়জুল করীমের শোডাউন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ৯, ২০২৩, ০৪:৫১ পিএম


বরিশালে মেয়র প্রার্থী ফয়জুল করীমের শোডাউন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে ব্যাপক সংবর্ধনা দিয়েছে দলটি।

সোমবার বিকেলে (৮ মে) সড়কপথে তিনি ঢাকা থেকে বরিশালে আসেন। এ উপলক্ষে তাকে দলটি বরিশাল মহানগরীতে নিজেদের শক্তির জানান দিয়েছে। নগরীর গড়িয়ায়ার পার থেকে মুফতী সৈয়দ ফয়জুল করীমকে স্বাগত জানান বরিশাল জেলা-মহানগর নেতারা।

এ সময় সহস্রাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নথুল্লাবাদ হয়ে আমতলা মোড়ে এসে বরিশাল নগরবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

নগরবাসীর উদ্দেশে হাতপাখার প্রার্থী বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক অনৈক্য। আমরা এই নগরীতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি উন্নয়ন উপহার দেব ইনশাআল্লাহ।

ফয়জুল করীম বলেন, কেউ আমাদের প্রতিপক্ষ নয়, আমরাও কারো প্রতিপক্ষ নই। সুতরাং সবাই ঐক্যবদ্ধ হয়ে নগরীর উন্নয়নে কাজ করব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদী, জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বরিশাল সদরের চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম, জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, বাকেরগঞ্জের নিয়ামতি ইউপি চেয়ারম্যান মুহাম্মাদ হুমায়ুন কবি প্রমুখ।

এআরএস

Link copied!