Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আবারও করোনায় আক্রান্ত জয়নুল আবেদিন ফারুক

মো. মাসুম বিল্লাহ

মে ১২, ২০২৩, ০৭:০৯ পিএম


আবারও করোনায় আক্রান্ত জয়নুল আবেদিন ফারুক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১২ মে) সকালে জয়নুল আবেদিন ফারুক  আমান সংবাদকে মুঠোফোনে এ তথ্য জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, গত পরশু একটি পোগ্রামে গিয়েছিলাম। সেখান থেকে আসার পর থেকে অসুস্থবোধ করছি। এবং কিছু করোনার উপসর্গও দেখা দেয়। পরে টেস্ট করার পর  রিপোর্ট পজেটিভ আসে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই। যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারি।

উল্লেখ্য, এর আগেও জয়নুল আবেদিন ফারুক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবং করোনার টিকাও সম্পূর্ন করেছিলেন।

এআরএস

Link copied!