Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাসায় ফিরলেন ফখরুল

মো. মাসুম বিল্লাহ

মে ২৬, ২০২৩, ০৭:৪০ পিএম


বাসায় ফিরলেন ফখরুল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় বাসায় ফিরে গেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) রাতে হাসপাতাল থেকে তিনি গুলশানের বাসায় যান। তবে বাসায় ফিরলেও চিকিৎসকদের পরামর্শে তাকে আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। তাই আগামী কয়েকদিন তাকে সরাসরি রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে হচ্ছে।

শুক্রবার (২৬ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শে গতকাল (বৃহস্পতিবার) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় ফিরেছেন। বাসায় ফিরলেও উনাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

প্রসঙ্গত, গত ২৩ মে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এআরএস

Link copied!