Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জামায়াতের সমাবেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২টায়

মো. মাসুম বিল্লাহ

জুন ১০, ২০২৩, ১১:১৫ এএম


জামায়াতের সমাবেশ  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২টায়

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১০ জুন) দুপুর ২টায় এ সমাবেশ করবেন তারা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

এর আগে গত ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াতসমর্থক কয়েকজন আইনজীবী। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশ্য দু’ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

প্রায় ১০ বছর পর প্রকাশ্য সমাবেশ করার অনুমতি পেয়েছে জামায়াতে ইসলামী। যদিও দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টি‌টিউশন মিলনায়তনে অনুমতি দেওয়া হয়।

Link copied!