Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সমাবেশস্থলে জড়ো হচ্ছে জামায়াতের নেতা-কর্মীরা

মো. মাসুম বিল্লাহ

জুন ১০, ২০২৩, ১২:২০ পিএম


সমাবেশস্থলে জড়ো হচ্ছে  জামায়াতের নেতা-কর্মীরা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ডাকা সমাবেশে অংশ নিতে রাজধানী রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জড়ো হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভেতরে মঞ্চ তৈরির কাজ চলছে। দলটির নেতা-কর্মীরা সকাল থেকে উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে আসছে মৎস্য ভবন ও রমনা এলাকার দিকে।

আজকের এ কর্মসূচি পালনে জামায়াত ইসলামী শুধু বায়তুল মোকাররম উত্তর গেটে করার জন্য লিখিত আবেদন করে পুলিশের কাছে। তারই প্রেক্ষাপটে গত রাতে এখানে করার মৌখিক অনুমতি দেয় ডিএমপি।

এর আগে ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াত ইসলামীর সমর্থিত আইনজীবীরা। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

৫ জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি বলে জানায় পুলিশ। তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

এইচআর

Link copied!