Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন তরিকুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৩, ০৭:২৫ পিএম


প্রার্থিতা ফিরে পেলেন তরিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে তরিকুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: ওজিউল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি ও শাহ মো: বাবর।

এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদি (রেসপনডেন্ট) করা হয়।

গত ১৮ জুন স্বতন্ত্র প্রার্থী মো: তারিকুল ইসলাম ভূঞাঁসহ আট প্রার্থীর মনোনয়ন রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাতিল হয়। তারা হলেন জাকের পার্টির কাজী মো: রাশিদুল হাসান, জাতীয় পার্টির মো: মামুনূর রশিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো: মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শেখ আসাদুজ্জামান জালাল, মো: তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ও মুসাউর রহমান খান।

স্বতন্ত্র প্রার্থী তরিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নির্বাচন কমিশনও বহাল রাখে। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।

সোহাগ /আরএস

Link copied!