Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কাদেরের

মো. মাসুম বিল্লাহ

জুন ২৯, ২০২৩, ১০:২৪ এএম


বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান কাদেরের

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ এবং ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আযহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় সমুজ্জ্বল। আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি, কল্যাণের পথ রচনা করতে হবে। আর এ জন্য সবার সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, আজকের এই দিনে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের মন্ত্রে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, অর্জনের ধারাবাহিকতায় উন্নয়নশীল বাংলাদেশের স্থপতি শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যাচ্ছে।

এইচআর

Link copied!