Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সভাপতি সম্পাদক পেল গণঅধিকার পরিষদ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১১, ২০২৩, ১১:৫৭ এএম


সভাপতি সম্পাদক পেল গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে একাংশের সভাপতি হিসেবে জয়লাভ করেছেন নুরুল হক নুর। আর সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন মুহাম্মদ রাশেদ খান। 

তবে নির্বাচিত হতে পারেননি শেষ মুহূর্তে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া রেজা কিবরিয়াপন্থি হাসান আল মামুন।

সোমবার (১০ জুলাই) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।

জানা গেছে, নির্বাচনে নুরের পক্ষে ভোট পড়েছে ১৩৫টি। আর রাশেদের পক্ষে পড়েছে ১০৯টি ভোট।

এছাড়া উচ্চ পরিষদের আটটি পদে প্রার্থী ছিলেন ১৮ জন। নির্বাচিত আটজন হলেন- আবু হানিফ, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, জসিম উদ্দিন আকাশ, হানিফ খান সজীব ও সরকার নুরে এরশাদ সিদ্দিকী।

বিজয়ী বাকি সদস্যরা হলেন— শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।

উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। এতে ভোট পড়েছে ৮৩টি। আর বাতিল হয়েছে দু’টি ভোট।

এইচআর

Link copied!