Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১২, ২০২৩, ০৩:৩৪ পিএম


রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও তার আধা ঘণ্টা আগেই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও দুই মহানগরের নেতারা বক্তব্য দিচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ ঢাকার আশপাশের এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন। বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীকে বায়তুল মোকাররম মসজিদ গেটের নিচে অবস্থান করতে দেখা যায়।

আরএস

Link copied!