Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইসলামী আন্দোলন বাংলাদেশ

এই সরকারের ধোকায় দ্বিতীয় বার পা’ দিতে চাই না

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৫, ২০২৩, ০৯:০৭ পিএম


এই সরকারের ধোকায় দ্বিতীয় বার পা’ দিতে চাই না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, এই সরকারের হাতে দেশ ইসলাম নিরাপদ নয়। এরা দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ও মানবতা প্রেমিক হতে পারে না। এরা ক্ষমতাপ্রেমিক। এই জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই সরকার সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। এই সরকারের ধোকায় দ্বিতীয় বার পা’ দিতে চাই না।

শনিবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পীর সাহেব চরমোনাই বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলসমূহেরশান্তিপূর্ণ কর্মসূচির প্রতি পূর্ণসমর্থন দিয়ে ৩ মাসের কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামীআন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ,প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্যআল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, উপদেষ্টা আল্লামা খালিদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলাম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসেন জাফরী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী আইনজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, মুহাম্মদ আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, হাসমত আলী ও নুরুজ্জামান সরকার।

আরএস

Link copied!